
নয়ডা, ২০ নভেম্বর (হি.স.): শীতলা মায়ের মন্দিরে প্রসাদ খাওয়ার পর প্রধান পুরোহিত সহ চারজন হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বুধবার রাতের ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের নয়ডার বিসরখ থানার চক শাহবেড়ি এলাকার শীতলা মায়ের মন্দিরে। অভিযোগ, অজ্ঞাতপরিচয় কেউ মন্দিরে ঠাকুরকে ভোগ নিবেদন করে চলে যায়। পরে সেই প্রসাদই বিতরণ করা হলে একে একে সবাই অসুস্থ হতে শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রসাদ খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই প্রধান পুরোহিত শিবু পণ্ডিত সহ আরও চারজন পুরোহিত বিজয় বাহাদুর, সঞ্জয় প্রসাদ ও শিবকুমারের মুখে তীব্র জ্বালা, গলায় জ্বালা এবং শ্বাসকষ্ট দেখা দেয়। পরিস্থিতি বুঝে কর্মরত এক পুরোহিত জোরে চিৎকার করে অন্যদের সতর্ক করেন যাঁরা প্রসাদ খাননি, তাঁদের না খেতে বলেন এবং যাঁরা খেয়েছেন, তাঁদের তৎক্ষণাৎ তা মুখ থেকে বের করে ফেলতে বলেন।
গুরুতর অসুস্থ পুরোহিতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে শিবু পণ্ডিত ও সঞ্জয় প্রসাদকে উন্নত চিকিৎসার জন্য নয়ডা জেলা হাসপাতাল থেকে দিল্লির সাফদরজং হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালেই চিকিৎসকদের তত্ত্বাবধানে চারজনকেই সুস্থ ঘোষণা করে হাসপাতাল থেকে ছাড়া হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ এবং খাদ্য নিরাপত্তা দফতরের দল রাতেই মন্দিরে পৌঁছয়। প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান, প্রসাদে ভুল করে কস্টিক সোডা বা কপূর জাতীয় কোনও রাসায়নিক মিশে গিয়েছিল, যা খাওয়ার পরই জ্বালা ও শ্বাসকষ্টের মতো প্রতিক্রিয়া তৈরি হয়।
পুলিশ মন্দির প্রাঙ্গণ থেকে নমুনা সংগ্রহ করেছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তি কে, এবং কীভাবে রাসায়নিক মেশানো প্রসাদ এল তা খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য