কানপুরে চার শ্রমিকের রহস্যমৃত্যু, কারখানার ঘর থেকে উদ্ধার দেহ
কানপুর, ২০ নভেম্বর (হি. স.) : উত্তর প্রদেশের কানপুরে একটি কারখানার ঘর থেকে চার শ্রমিকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম অমিত ভার্মা (৩২), সঞ্জু সিং (২২), রাহুল সিং (২৩) এবং দাউদ আনসারি (২৮)। তাঁরা সকলেই দেওরিয়া জেলার তৌকালপুর গ্রামের
কানপুরে চার শ্রমিকের রহস্যমৃত্যু, কারখানার ঘর থেকে উদ্ধার দেহ


কানপুর, ২০ নভেম্বর (হি. স.) : উত্তর প্রদেশের কানপুরে একটি কারখানার ঘর থেকে চার শ্রমিকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম অমিত ভার্মা (৩২), সঞ্জু সিং (২২), রাহুল সিং (২৩) এবং দাউদ আনসারি (২৮)। তাঁরা সকলেই দেওরিয়া জেলার তৌকালপুর গ্রামের বাসিন্দা। কারখানার ঘর থেকে তাঁদের দেহ উদ্ধার হয়েছে। কয়লার ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেছে। তদন্ত চলছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে কানপুরের পাঙ্কির শিল্পাঞ্চলে একটি তৈলবীজ কোম্পানির কারখানার ঘরে চার শ্রমিকের দেহ পড়েছিল। ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল। এই মৃত্যু নিয়ে রহস্য ঘনাচ্ছে। দেহগুলির কাছেই ছিল জ্বলন্ত কয়লার পাত্র। সেকারণে পুলিশের অনুমান, কয়লার ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ওই চার শ্রমিকের মৃত্যু হয়ে থাকতে পারে। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে সবকিছু পরীক্ষা করেছে। তদন্তের জন্য ঘরটি সিল করে দেওয়া হয়েছে। পুলিশ কর্তারা জানিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande