
চেন্নাই, ২০ নভেম্বর (হি.স.) : তামিলনাড়ুর দক্ষিণ ও উপকূলীয় অংশে বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে চেন্নাই এর আবহাওয়া দফতর। কন্যাকুমারীর কাছে নিম্নচাপ সৃষ্টির ফলে লাক্ষাদ্বীপ-মালদ্বীপ এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিমে সরে যেতে পারে। এছাড়া ২২ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতরের মতে, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকাল অঞ্চলে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কুড্ডালোরে এক–দু’জায়গায় ভারি বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার কন্যাকুমারী, তিরুনেলভেলি, থুথুকুডি, রামনাথপুরম, নাগাপট্টিনম, ময়িলাদুথুরাই, কুড্ডালোর সহ কারাইকাল অঞ্চলের কিছু স্থানে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চেন্নাই, চেঙ্গলপাট্টু, তিরুভল্লুর, নাগাপট্টিনম, ভিল্লুপুরম, পুদুচেরি ও কারাইকাল এর কিছু এলাকায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য