পাথারকা‌ন্দি‌তে বাজেয়াপ্ত ১.২৫ কো‌টি টাকার গাঁজা, ফেরার গাড়ি চালক, উদ্ধার দু‌টি নকল নম্বর প্লেট
পাথারকা‌ন্দি (অসম), ২০ নভেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত পাথারকা‌ন্দি পু‌লি‌শের অভিযানে উদ্ধার হয়ে‌ছে প্রায় ১.২৫ কোটি টাকার নিষিদ্ধ গাঁজা। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে টিআর ০৪ এফ ০৫২৩ এবং এএস ১১ এক্স ২২২৬ নম্বরের দুটি নকল রেজিস্ট্রেশন নম্বর প্
পাথারকা‌ন্দি‌তে বাজেয়াপ্ত সোয়া কো‌টি টাকার গাঁজা সহ নকল দু‌টি নম্বর প্লেট


পাথারকা‌ন্দি (অসম), ২০ নভেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত পাথারকা‌ন্দি পু‌লি‌শের অভিযানে উদ্ধার হয়ে‌ছে প্রায় ১.২৫ কোটি টাকার নিষিদ্ধ গাঁজা। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে টিআর ০৪ এফ ০৫২৩ এবং এএস ১১ এক্স ২২২৬ নম্বরের দুটি নকল রেজিস্ট্রেশন নম্বর প্লেট। তবে গাঁজা পাচারের সঙ্গে জড়িত অভিযুক্ত গাড়ি চালক পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারেনি পুলিশ।

আজ বৃহস্পতিবার পাথারকা‌ন্দি থানার ওসি ইনস্পেক্টর সো‌মেশ্বর কোঁওর এ খবর দিয়ে জানান, গতকাল (বুধবার) সন্ধ্যারাতে ত্রিপুরা থে‌কে টিআর ০৫ এফ ০৪৬৫ নম্ব‌রের চার চাকার এক‌টি টাটা পাঞ্চ দ্রুতগ‌তি‌তে আন্তঃরাজ্য সীমান্ত পে‌রি‌য়ে বিকল্প প‌থে প্রথ‌মে কাঁঠালত‌লি‌ আসে। কাঁঠালতলিতে কর্তব্যরত পু‌লি‌শের দল গাড়িটিকে গতিরোধ করতে সিগন্যাল দেয়। সিগন্যাল অমান্য ক‌রে বেপ‌রোয়া গতিতে পুলিশের ব্যরি‌কেড ভেঙে কু‌কিতলের দিকে ছুটে যায় গাড়িটি। কাঁঠালত‌লি পু‌লি‌শ বিষয়‌টি সোনা‌খিরা পু‌লিশ‌কে অবগত ক‌রে। ততক্ষ‌ণে গাঁজা বোঝাই গা‌ড়ি‌টি সোনা‌খিরায় পৌ‌ছে ফাঁ‌ড়ি প‌থে কোথায় লাপাত্তা হ‌য়ে যায়।

পাথারকা‌ন্দির ওসি সো‌মেশ্বর কোঁওর জানান, ঘটনার খবর পে‌য়ে দলবল নি‌য়ে সঙ্গে সঙ্গে তিনি লাপাত্তা গাড়ির সন্ধানে ছুটে যান। অবশেষে রাত প্রায় সা‌ড়ে দশটা নাগাদ গা‌ড়ি‌টিকে প‌রিত্যক্ত অবস্থায় চাঁদখিরা-পাথারকা‌ন্দি রোড থে‌কে উদ্ধার করেন তাঁরা। ওসি জানান, গাড়িটিকে সেখানে রেখে পালিয়ে গা ঢাকা দিয়েছে গা‌ড়ির চালক।

গা‌ড়ি‌টিকে পুলিশ হেফাজতে নিয়ে তার ডিকি থেকে প্রায় ২ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের দুই কুইন্টাল ৫৫ কে‌জি শুক‌নো গাঁজা বা‌জেয়াপ্ত করা হয়েছে। এছাড়া গা‌ড়ি থে‌কে টিআর ০৪ এফ ০৫২৩ এবং এএস ১১ এক্স ২২২৬ নম্বরের দুটি নকল রেজিস্ট্রেশন নম্বর প্লেট পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে জানান ওসি কোঁওর।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande