
দেহরাদূন, ২০ নভেম্বর (হি.স.) : চলতি বছরে বদ্রীনাথ মন্দিরের দ্বার ২৫ নভেম্বর দুপুর ২টা ৫৬ মিনিটে বন্ধ হবে। তার আগে শুক্রবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পঞ্চ পুজো। বদ্রীনাথ–কেদারনাথ মন্দিরের কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, ২১ নভেম্বর প্রথমদিন গণেশ পুজো দিয়ে শুরু হবে আচারপর্ব। সেদিন সন্ধ্যায় গণেশ মন্দিরের দ্বার বন্ধ হবে।
২২ নভেম্বর বন্ধ হবে আদি কেদারেশ্বর ও শঙ্করাচার্য মন্দিরের দ্বার।
২৩ নভেম্বর খড়গ-পুস্তক পুজো ও বৈদিক শ্লোক পাঠ সমাপ্ত হবে।
২৪ নভেম্বর মা লক্ষ্মীকে বিশেষ ‘কড়াই ভোগ’ নিবেদন করা হবে।
এরপর ২৫ নভেম্বর মূল মন্দিরের দ্বার শীতের জন্য বন্ধ হয়ে যাবে।
পরদিন ২৬ নভেম্বর সকালে উদ্ধব ও কুবেরের ‘উৎসব বিগ্রহ’ এবং রাওয়ালসহ শঙ্করাচার্যের গদ্দি শীতকালীন আসন পাণ্ডুকেশ্বরের জ্যোতির্মঠের নৃসিংহ মন্দিরে রওনা দেবে। শঙ্করাচার্যের গদ্দি ২৭ নভেম্বর নৃসিংহ মন্দিরে স্থাপন করা হবে। জানা গেছে , দ্বার বন্ধের দিন বদ্রীনাথ ধামকে ফুল দিয়ে সাজানো হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য