
বাসন্তী,২০ নভেম্বর (হি.স.) : বি এল ওর বিরুদ্ধে প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন। বৃহস্পতিবার বিকেলে বাসন্তীর শিবগঞ্জ বাজার এলাকায় ঝড়খালি বাসন্তী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান শিবগঞ্জ পশ্চিম পাড়ার বাসিন্দারা। অভিযোগ বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের ২০৬ নম্বর বুথের বি এল ও অমলেন্দু নেয়ে, এসআইআরের ফর্ম নিয়ে মানুষজনকে নাস্তানাবুদ করছেন।
এই বি এল ও’র বিরুদ্ধে অভিযোগ, প্রথমত বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি বা সংগ্রহ করার কথা থাকলেও তিনি যাচ্ছেন না। সাধারণ মানুষের ফর্ম ফিলাপ করতে সমস্যা হলেও তিনি কোনও সাহায্য করছেন না বলেও অভিযোগ। বরং নিজের কিছু পছন্দের মানুষকে টাকার বিনিময়ে ফর্ম ফিলাপ করে দিচ্ছেন বলে অভিযোগ। বি এল এ ২ দের সঙ্গেও কোনও সহযোগিতা করছেন নে। আর এই সব অভিযোগ তুলে এদিন এলাকার মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনার জেরে প্রায় ঘণ্টাখানেক এই ব্যস্ত রাস্তা বন্ধ করে চলে বিক্ষোভ। পড়ে খবর পেয়ে বাসন্তীর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শামীম আহমেদ আসেন ঘটনাস্থলে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে প্রায় ঘণ্টাখানেক পরে অবরোধ তুলে দেন। যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন, “ গ্রমাবাসীদের অভিযোগ আমরা শুনলাম, অভিযুক্তর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য প্রমান হলে ব্যবস্থা নেওয়া হবে।” যদিও এ বিষয়ে অভিযুক্ত বিএলও কোনও কথা বলতে চাননি।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা