
হাফলং (অসম), ২০ নভেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলায় আগামী ২২ নভেম্বর থেকে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (স্পেশাল ইনটেনসিভ রিভিশন সংক্ষেপে এসআইআর)-এর কাজ শুরু হবে। আজ বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন জেলাশাসক মুনীন্দ্রনাথ নাগাতে।
সাংবাদিক সম্মেলনে জেলাশাসক মুনীন্দ্রনাথ নাগাতে জানান, আগামী ২২ নভেম্বর শনিবার থেকে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’-এর কাজ শুরু হবে। ইতিমধ্যে এ ব্যাপারে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে জেলা নির্বাচন দফতর। ২২ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসার (বিএলও) নাগরিক তথা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সংশ্লিষ্ট ফর্ম দিয়ে তথ্য সংগ্রহ করবেন। ২০২৬ সালের ১ জানুয়ারির ভিত্তিতে অসমে ভোটার তালিকার বিশেষ সংশোধন করা হবে, জানান জেলাশাসক।
তিনি জানান, বিএলওরা ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। যদি নতুন নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হয় বা কোনও মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে কর্তন করতে হয় বা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নাম সংশোধন করতে হয় কিংবা ফটো পরিচয়পত্রে যদি কোনও অসংগতি থাকে, তা-হলে নির্দিষ্ট ফর্ম পূরণ করে তা সশোধন দূর করা হবে।
জেলাশাসক বলেন, ২৭ ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ২২ জানুয়ারি পর্যন্ত ভোটাররা খসড়া ভোটার তালিকার ওপর দাবি-আপত্তি জানাতে পারবেন। প্রতি শনি ও রবিবার বিশেষ শিবির করে দাবি-আপত্তির নিষ্পত্তি করা হবে বলে জানিয়ে মুনীন্দ্রনাথ নাগাতে বলেন, ২ ফেব্রুয়ারির মধ্যে এ সংক্রান্ত কাজ সম্পূর্ণ করে ৬ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রস্তুত করে ভারতের নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। এর ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি (২০২৬ সাল) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
১৮ বছরের ঊর্ধ্বে কোনও বৈধ ভোটার যাতে ভোটার তালিকার বাইরে না থাকেন তা নিশ্চিত করতে জেলার নাগরিকদের কাছে আহ্বান জানিয়েছেন জেলাশাসক নাগাতে। তিনি বলেন, ভোটারের যদি দুই জায়গায় নাম থাকে, তা-হলে তাঁরা যাতে বিএলওকে তথ্য দিয়ে এক জায়গার নাম ভোটার তালিকা থেকে কর্তন করেন। যদি কোনও ভোটারের নাম দুই জায়গায় থাকার বিষয়টি প্রমাণিত হয়, তা-হলে জনপ্রতিনিধি আইনে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানান জেলাশাসক মুনীন্দ্রনাথ নাগাতে।
এদিকে, ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’-এর জন্য আজ (বৃহস্পতিবার) জেলার সব বিএলওদের প্রশিক্ষণ পর্ব সম্পন্ন হয়েছে। এদিন জেলার কংগ্রেস, বিজেপি সহ সব রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করেছেন জেলাশাসক মুনীন্দ্রনাথ নাগাতে। ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্ৰক্ৰিয়ায় বিএলওদের সঙ্গে রাজনৈতিক দলগুলির নিয়োগকৃত ব্লক লেভেল এজেন্ট (বিএলএ)-দের সহযোগিতা করতে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আবেদন জানিয়েছেন জেলাশাসক নাগাতে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নির্বাচনী আধিকারিক হীতেশ বড়ো, অতিরিক্ত জেলাশাসক সূর্য শর্মা।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব