
কলকাতা, ২০ নভেম্বর (হি.স.) : রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত অর্থাৎ ৮ ঘণ্টা কোনও যান চলাচল করবে না। রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
মেরামতির কারণে ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কলকাতা এবং হাওড়ার সংযোগকারী ব্যস্ততম দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) রবিবার (২৩ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত, টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে। টানা বেশ কয়েকটি সপ্তাহ ধরেই রবিবার মেরামতির কাজের জন্য বন্ধ রাখা হচ্ছে বিদ্যাসাগর সেতু। প্রসঙ্গত, গত রবিবার (১৬ নভেম্বর)-ও বন্ধ ছিল বিদ্যাসাগর সেতুতে যান চলাচল।
উল্লেখ্য, গত আগস্ট মাস থেকে প্রায় প্রতি সপ্তাহান্তেই বিদ্যাসাগর সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সপ্তাহের বাকি দিনগুলিতে, অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত এই সেতুতে যানবাহনের চাপ বেশি থাকে। দিনে অন্তত এক লক্ষ গাড়ি যাওয়া-আসা করে এই সেতু দিয়ে। তা নজরে রেখেই সেতু সংস্কারের কাজের জন্য সপ্তাহান্ত বেছে নেওয়া হয়েছে। কোনও সপ্তাহে শুধু রবিবার দিনের বেলার একটা বড় সময়, আবার কোনও সপ্তাহে শনি এবং রবিবার বন্ধ রাখা হয় সেতু। তার জন্য কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ বিকল্প রুটের ব্যবস্থাও করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ