
কলকাতা, ২০ নভেম্বর, (হি.স.): বৃহস্পতিবার নেতাজি স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী। এর জেরে দুপুরে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) আবার থমকে যায় পরিষেবা। কিছু সময়ের জন্য দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত ভাঙাপথে মেট্রো চলে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ৩টে ১০ মিনিটে নেতাজি স্টেশনে আপ লাইনে একটি চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন ওই ব্যক্তি। এই ঘটনার পরেই বিরাট অংশে মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলে ব্লু লাইনের পরিষেবা। তবে ঘণ্টাদেড় পরে আবার স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত