
শিমলা, ২০ নভেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের শিমলা জেলায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের । ঘটনাটি ঘটেছে , বুধবার সন্ধ্যায় রামপুর মহকুমার কুড়িধর এলাকায় মাদক(হেরোইন )সহ দুই যুবক গ্রেফতার হয়েছে। ধৃতদের কাছ থেকে ১৪.৩০ গ্রাম মাদক(হেরোইন ) উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে , ধৃত দুই যুবকের নাম গুলশান কুমার (২৭) এবং পীযূষ (১৯)। তারা উভয়েই রামপুর তহসিলের পোস্ট অফিস দত্তনগরের নিরু গ্রামের বাসিন্দা । বুধবার সন্ধ্যায় রামপুর মহকুমার কুড়িধর এলাকায় পুলিশের দল টহল দিচ্ছিল । তল্লাশির সময় পুলিশ দুই যুবককে তল্লাশি করে । তল্লাশির সময় ১৪.৩০ গ্রাম মাদক(হেরোইন )উদ্ধার হয়। উভয়কেই ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়েছে । মামলা দায়ের করেছে পুলিশ। তদন্ত শুরু করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন