খোয়াইয়ে গাঁজা ধ্বংসের অভিযানে গ্রামবাসীদের হামলা, আহত দুই নিরাপত্তাকর্মী, গাড়ি ভাঙচুর
খোয়াই (ত্রিপুরা), ২০ নভেম্বর (হি.স.) : খোয়াই জেলার মেলকা এলাকায় বন দফতর ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের সময় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযানের লক্ষ্য ছিল এলাকায় অবৈধভাবে চাষ হওয়া বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করা। সূত্রের খবর, প্রায় ৮ হাজ
হামলা


খোয়াই (ত্রিপুরা), ২০ নভেম্বর (হি.স.) : খোয়াই জেলার মেলকা এলাকায় বন দফতর ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের সময় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযানের লক্ষ্য ছিল এলাকায় অবৈধভাবে চাষ হওয়া বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করা। সূত্রের খবর, প্রায় ৮ হাজার গাঁজা গাছ নষ্ট করার সময় হঠাৎই লাঠি ও দা নিয়ে গ্রামবাসীদের একটি দল নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়।

আকস্মিক এই আক্রমণে একজন বিএসএফ জওয়ান এবং একজন বনকর্মী আহত হন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজিত গ্রামবাসীদের হামলায় পুলিশের দুটি গাড়িতেও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। হঠাৎ সহিংসতার জেরে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, আক্রমণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে, বন দফতর জানিয়েছে, অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও চলবে। ঘটনায় এলাকায় এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande