টেকসই পাহাড়ি চাষে উদ্ভাবন—আগরতলায় আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
আগরতলা, ২০ নভেম্বর (হি.স.) : ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ হিল ফার্মিং এবং আইসিএআর উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরা সেন্টারের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রজ্ঞা ভবনে টেকসই পাহাড়ি চাষ নিয়ে দুই দিনের এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। টেকসই পাহাড়ি চাষে স
সম্মেলন আগরতলায়


আগরতলা, ২০ নভেম্বর (হি.স.) : ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ হিল ফার্মিং এবং আইসিএআর উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরা সেন্টারের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রজ্ঞা ভবনে টেকসই পাহাড়ি চাষ নিয়ে দুই দিনের এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। টেকসই পাহাড়ি চাষে সাধনা, ভবিষ্যতের জীবিকা নিশ্চিত করার জন্য লাভজনকতা এবং পরিবেশগত ভারসাম্যের জন্য উদ্ভাবন- শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান পরিবেশ ও প্রযুক্তি দফতরের মন্ত্রী অনিমেষ দেববর্মা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিশিষ্ট বিজ্ঞানী সহ অন্যান্যরা। এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিজ্ঞান পরিবেশ ও প্রযুক্তি দফতরের মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, হাইব্রিড ফসল স্বাস্থ্যের পক্ষে ভাল নয়।

এই প্রসঙ্গে বর্তমানের হাইব্রিডের পেঁপের সাথে পূর্ববর্তী সময়ের উৎপাদিত প্রাকৃতিক পেঁপের বৈশিষ্ট্য উল্লেখ করে তিনি বলেন, হাইব্রিড পদ্ধতিতে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে উৎপাদিত খাদ্য সামগ্রীর স্বাদের বিষয়টিও কৃষি বিজ্ঞানীদের নজরে রাখতে হবে। বিষয়টিকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার জন্য বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান তিনি।

এই আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন আইসিএআর এর রিজিওনাল প্রধান ডঃ বি ইউ চৌধুরি। তিনি তাঁর বক্তব্যে এই ধরনের আন্তর্জাতিক সম্মেলনের তাৎপর্য তুলে ধরেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande