
আগরতলা (ত্রিপুরা), ২০ নভেম্বর (হি.স.) : ত্রিপুরা বডি বিল্ডিং ক্রীড়াকে আরও জনপ্রিয় করে তুলতে আগামী ১ ডিসেম্বর রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হতে চলেছে মিস্টার ত্রিপুরা বডি বিল্ডিং ও ফিজিকুসি চ্যাম্পিয়নশিপ। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই বছরের প্রতিযোগিতায় দেড় লক্ষ টাকার আকর্ষণীয় প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তনয় দাস জানান, প্রতি বছরের মত এবারও রাজ্যের প্রতিভাবান বডি বিল্ডারদের উৎসাহিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউথ আইকন অফ ইন্ডিয়ান বডি বিল্ডিং নীতিন চেণ্ডিলা। এছাড়াও ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশন এবং বিশ্ব ফেডারেশনের সাধারণ সম্পাদক চেতন পাঠারিয়া ও ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশনের সভাপতি সাব্বির রমেশ কুমারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেবেন।
সংগঠনের রাজ্য সম্পাদক জানান, ১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে প্রতিযোগিতা শুরু হবে এবং চারটি পর্যায়ে এই অনুষ্ঠান সম্পন্ন হবে। প্রতিযোগিতাকে সফল করতে সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ