
আগরতলা, ২০ নভেম্বর (হি.স.) : রাজধানীর রাধা মাধব উন্নয়ন সংঘের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুৎসা রটনার অভিযোগ ঘিরে তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সংঘের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্লাব সদস্যরা এ ঘটনার নিন্দা জানান এবং বিষয়টি সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দেন।
সাম্প্রতিক সময়ে রাধানগরের বাসিন্দা আকাশ দেবনাথ নামে এক যুবক সামাজিক মাধ্যমে দাবি করেন যে রাধা মাধব উন্নয়ন সংঘ ও ক্লাবের এক সদস্য নেশা কারবারের সাথে যুক্ত। পোস্টটি দ্রুত ভাইরাল হওয়ায় এলাকায় বিভ্রান্তি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে আকাশ দেবনাথ জানান, নেশার প্রভাবে তিনি ভিত্তিহীন এই মন্তব্য করেছিলেন। তিনি বলেন, “নেশার ঘোরে যা বলেছিলাম সবই মিথ্যা। রাধা মাধব উন্নয়ন সংঘ সম্পর্কে এভাবে বলা আমার উচিত হয়নি।” পাশাপাশি ভাস্কর চক্রবর্তীকে নিয়ে করা মন্তব্যের জন্যও গভীর অনুশোচনা প্রকাশ করেন তিনি।
ক্লাব সদস্যরা জানান, রাধা মাধব উন্নয়ন সংঘ বরাবরই নেশার বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে। এলাকার বেশ কয়েকজন নেশা কারবারিকে ধরে তারা পুলিশের হাতে তুলে দিয়েছে। নেশা সেবনকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই তাদের বিরুদ্ধে কুৎসা রটনা একটি অসৎ চক্রের পরিকল্পিত প্রচেষ্টা বলে দাবি করেন সদস্যরা।
তারা আরও জানান, ভাস্কর চক্রবর্তী ক্লাবের সম্পাদক বা সভাপতি নন, তিনি কেবলমাত্র সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রচারিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
এ ধরনের অপপ্রচারে কান না দিয়ে বাস্তবতা যাচাই করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সংঘের সদস্যরা। পাশাপাশি জানানো হয়েছে, নেশার বিরুদ্ধে রাধা মাধব উন্নয়ন সংঘের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ