
আগরতলা, ২০ নভেম্বর (হি.স.) : ল্যাম্পস ও প্যাকসগুলির উৎপাদন বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং দক্ষ ব্যবস্থাপনার উপর আরও গুরুত্ব আরোপের আহ্বান জানালেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতরের মন্ত্রী টিংকু রায়। ঊনকোটি জেলার কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে ঊনকোটি ও উত্তর ত্রিপুরা জেলার যৌথ উদ্যোগে আয়োজিত অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী।
উদ্বোধনী ভাষণে তিনি জানান, সরকার ইতিমধ্যেই বহু প্যাকস ও ল্যাম্পসে কম্পিউটারসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। এখন সমিতিগুলির দায়িত্ব—নিয়মিত পরিকল্পনা ও দূরদৃষ্টি নিয়ে এই সুবিধা কাজে লাগিয়ে ব্যবসাকে এগিয়ে নেওয়া। তিনি বলেন, “নিজেদের আত্মবিশ্বাসী ও আত্মনির্ভর হতে না পারলে কোনও সংস্থা দীর্ঘদিন টিকে থাকতে পারে না।” বাজারের চাহিদা অনুযায়ী নতুন পণ্য উদ্ভাবন, বৈচিত্র্য আনা এবং সফল সমবায় মডেল থেকে শিক্ষা নেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিধায়ক যাদব লাল দেবনাথ বলেন, প্যাকস ও ল্যাম্পস পরিচালনার দায়িত্ব যারই হাতে থাকুক না কেন, সকলেরই দৃঢ় সংকল্প ও বাস্তবায়নের মানসিকতা থাকা জরুরি। তাঁর মতে, সঠিক পরিকল্পনা ও পরিশ্রমই এ ধরনের অনুষ্ঠানের প্রকৃত সাফল্যের মূল চাবিকাঠি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, জিলা পরিষদের সদস্য বিমল কর, ঊনকোটি জেলার জেলাশাসক ড. তমাল মজুমদার এবং সমাজসেবী কাজল দাসসহ অন্যান্যরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ