অবৈধ বালুকুয়ারিতে ধস চাপা পড়ে দুই শিশুর মৃত্যু
কল্যাণপুর (ত্রিপুরা), ২০ নভেম্বর (হি.স.) : খোয়াই জেলার কল্যাণপুর থানার মানিক চন্দ্রপাড়া এলাকায় অবৈধ বালুকুয়ারিতে খেলতে গিয়ে বালির স্তুপ ধসে চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও একজন শিশুকে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি কর
মৃত্যু


কল্যাণপুর (ত্রিপুরা), ২০ নভেম্বর (হি.স.) : খোয়াই জেলার কল্যাণপুর থানার মানিক চন্দ্রপাড়া এলাকায় অবৈধ বালুকুয়ারিতে খেলতে গিয়ে বালির স্তুপ ধসে চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও একজন শিশুকে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাটির একটি অবৈধ বালুকুয়ারির কেন্দ্রে তিনটি শিশু খেলছিল। হঠাৎ পাশের টিলা ভেঙে বিপুল পরিমাণ বালি তাদের ওপর নেমে আসে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আয়ুষ দেববর্মা (৭) এবং রুমাই দেববর্মা (৫)-এর। দু’জনের বাড়িই মানিক চন্দ্রপাড়ায়।

গুরুতর আহত রাংচাক দেববর্মা (৭)-কে প্রথমে কল্যাণপুর হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত শিশুটি বিপদমুক্ত।

ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। হাসপাতাল পরিদর্শনে যান খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়। তিনি নিহত দুই পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande