
কোচবিহার, ২১ নভেম্বর (হি.স.): কাজ সেরে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় জখম বিএলওর মৃত্যু হল হাসপাতালে। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ কোচবিহার জেলার মাথাভাঙা- শীতলখুচি সড়কের উপেন বর্মণ সেতু সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম ললিত অধিকারী। তাঁর বাড়ি শীতলকুচি ব্লকের বড় ধাপেরচাত্রা এলাকায়। বড় ধাপেরচাত্রা ২০৫ নম্বর বুথের বিএলও ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বুথ থেকে গণনা পত্র সংগ্রহ করে মোটরবাইকে করে মাথাভাঙার ভাড়া বাড়িতে ফিরছিলেন। সে সময় গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ললিতকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। জখম গুরুতর থাকায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু পরিবারের লোকজন তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে এবং সেখানেই রাতে তাঁর মৃত্যু হয়। মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বাইক এবং বিএলও-র ব্যাগ ও প্রয়োজনীয় কাগজ পত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ