বাঁকুড়ায় লালবাঁধে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ
বাঁকুড়া, ২১ নভেম্বর (হি.স.): বাঁকুড়ায় উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। শুক্রবার সকাল ৭টা নাগাদ এক ব্যক্তি লালবাঁধের জলে ঝাঁপ দেন। তার পর বিষ্ণুপুর থানার পুলিশ ও অসামরিক প্রতিরক্ষা দফতর (সিভিল ডিফেন্স) এর কর্মীরা এসে দেহ উদ্ধার করেন। তবে উদ্
বাঁকুড়ায় লালবাঁধে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ


বাঁকুড়া, ২১ নভেম্বর (হি.স.): বাঁকুড়ায় উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। শুক্রবার সকাল ৭টা নাগাদ এক ব্যক্তি লালবাঁধের জলে ঝাঁপ দেন। তার পর বিষ্ণুপুর থানার পুলিশ ও অসামরিক প্রতিরক্ষা দফতর (সিভিল ডিফেন্স) এর কর্মীরা এসে দেহ উদ্ধার করেন। তবে উদ্ধার হওয়া ব্যক্তির নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার খবর পেয়েই বিষ্ণুপুরের বিভিন্ন এলাকার মানুষ লালবাঁধে জড়ো হয়। পুলিশ ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের পয়লা মে ওই লালবাঁধ থেকেই একজনের দেহ উদ্ধার হয়েছিল। সে সময় ছিপ ও মাছ ধরার অন্যান্য সরঞ্জাম নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন এক যুবক। তার পর থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। প্রায় ২৪ ঘণ্টা পর সেই যুবকেরই দেহ উদ্ধার হয় লালবাঁধের জল থেকে। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের লালবাঁধের এই ঘটনাকে ঘিরে তৈরি হয় রহস্য। আবার কয়েক মাস পরেই এদিন ফের সেই একই জায়গা লালবাঁধ থেকে উদ্ধার হল দেহ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande