
কলকাতা, ২১ নভেম্বর, (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনার মতুয়াগড়ে মিছিল করবেন। মিছিল শেষে বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করার কথা তাঁর।
মতুয়াগড়ে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিল করবেন তিনি। তারপর বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করবেন তিনি। এর আগে এসআইআরের প্রতিবাদে কলকাতায় মিছিল ও সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, রাজ্যজুড়ে চলছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার কাজ। কমিশন সাফ জানিয়েছেন গোটা প্রক্রিয়াটা ঠিক কী, কীভাবে কাজ হবে। তা সত্ত্বেও আমজনতার মনে বহু প্রশ্নের ভিড়, ভয়। মতুয়াদের একাংশ মনে করছেন এসআইআরের ফলে তাঁদের অনেকের নাম বাদ যেতে পারে। সে কারণেই এর প্রতিবাদে সরব মতুয়াদের একাংশ।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত