কলকাতায় ভূমিকম্প, রাজনৈতিক দলের দ্বৈরথ সোশ্যাল মিডিয়ায়
কলকাতা, ২১ নভেম্বর (হি.স.): শুক্রবার সকালে এ রাজ্যে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই তা নিয়ে রাজনীতির লড়াই শুরু হয়ে গেল বিজেপি ও তৃণমূলের মধ্যে। এ দিন সকালে ভূমিকম্পের কিছুক্ষণ পরেই রাজ্য বিজেপি–র এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে লেখা হয়, এই
কলকাতায় ভূমিকম্প, রাজনৈতিক দলের দ্বৈরথ সোশ্যাল মিডিয়ায়


কলকাতা, ২১ নভেম্বর (হি.স.): শুক্রবার সকালে এ রাজ্যে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই তা নিয়ে রাজনীতির লড়াই শুরু হয়ে গেল বিজেপি ও তৃণমূলের মধ্যে। এ দিন সকালে ভূমিকম্পের কিছুক্ষণ পরেই রাজ্য বিজেপি–র এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে লেখা হয়, এই কম্পন কি এসআইআরের ভয়ে? যার উত্তরে কিছুক্ষণ পরেই তৃণমূলের তরফে এক্স হ্যান্ডলে জবাব দেওয়া হয় যে, ২০২৬ সালে ভোটে ভরাডুবি জেনে আতঙ্কে বিজেপির অন্দরে কাঁপন ধরেছে। সেই সঙ্গেই তৃণমূল লিখেছে, চিন্তা নেই, দিল্লির জমিদারদের কাছেও এই কম্পনের রেশ পৌঁছে যাবে।

উল্লেখ্য, কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে শুক্রবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। পরবর্তী প্রভাবের আশঙ্কায় কিছু এলাকার বহুতল থেকে আতঙ্কগ্রস্ত কিছু বাসিন্দা নিচে রাস্তায় নেমে আসেন। সূত্রের খবর, ভূকম্পের উৎসস্থল বাংলাদেশে নরসিংদি থেকে দক্ষিণ পশ্চিমে টুঙ্গি এলাকায়, ভূগর্ভের ৩৫ কিলোমিটার গভীরে। এর প্রভাব ছড়িয়ে পড়ে মায়ানমারের সীমান্তবর্তী অঞ্চলে। ভারতীয় সময় সকাল ১০টা ৮ মিনিটে এক মিনিটেরও বেশি সময় ধরে উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতায় বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। সল্ট লেক ও হুগলি, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, উত্তর ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায় অনুভূত হয় এই ভূকম্পন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande