
বাজারিছড়া (অসম), ২১ নভেম্বর (হি.স.) : ত্রিপুরা থেকে শ্রীভূমি জেলার (অসম) পাথারকান্দি বিধানসভা এলাকার বিভিন্ন রুটকে করিডোর করে নেশা সামগ্রী পাচারের হিড়িক পড়েছে। সপ্তাহখানেক আগে পাথারকান্দির কাঁঠালতলি পুলিশের হাতে ধরা পড়েছিল প্রায় আড়াই কোটি টাকার নিষিদ্ধ গাঁজা। তার পর গত বুধবার রাতে পাাথারকান্দি পুলিশের হাতে প্রায় সোয়া কোটি টাকার শুকনো গাঁজা বাজেয়াপ্ত হয়। এরই মধ্যে আজ শুক্রবার সকালে মাছ-বোঝাই একটি মিনি ট্রাক থেকে প্রায় এক কোটি ৩০ লক্ষ টাকার বিপুল পরিমাণের নিষিদ্ধ গাঁজা বাজেয়াপ্ত করেছে বাজারিছড়া থানাধীন আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ।
চুড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্ট তথা আন্তঃরাজ্য সীমান্ত গেট ইনচার্জ প্রণব মিলি জানান, আজ (শুক্রবার) সকালে ত্রিপুরা থেকে টিআর ০৮ ই ১৫৩১ নম্বরের মহেন্দ্র কোম্পানির চার চাকার মাছ বোঝাই মিনি ট্রাক অসমের প্রবেশদ্বারে আসে। এখানে অন্য পুলিশ কর্মীদের নিয়ে মিনি ট্রাকে তালাশি চালানো হয়। তালাশিতে মাছের বহু কার্টুনের নীচ থেকে দুই কুইন্টাল ৫৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেন তাঁরা।
পুলিশ অফিসার প্রণব মিলি জানান, ট্রাকে তালাশির সময় সুযোগ বুঝে পালিয়ে গা ঢাকা দিয়েছে চালক। তিনি জানান, বাজেয়াপ্তকৃত গাঁজাগুলোর কালোবাজারি মূল্য্ প্রায় ১.৩০ কোটি টাকা হবে বলে ধারণা করছেন তাঁরা। প্রণব মিলি জানান, গাঁজা পাচারে ব্যবহৃত মিনি ট্রাককেও বাজেয়াপ্ত করা হয়েছে। সমগ্র ঘটনা সম্পর্কে মামলা রুজু করা হয়েছে। পাশাপশি গাড়ির মালিককে খুঁজে বের করা হবে, জানান গেট ইনচার্জ প্রণব মিলি।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস