ছত্তিশগড় জুড়ে ঠান্ডার আমেজ, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি একাধিক জেলায়
রায়পুর, ২১ নভেম্বর (হি.স.) : গোটা ছত্তিশগড় জুড়ে এসেছে ঠান্ডার আমেজ। শুক্রবার আবহাওয়া দফতরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী , রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। ইতিমধ্যে ছত্তিশগড়ের দুর্গ, বিলাসপুর এবং সুরগুজায় শৈত্যপ্রবাহের স
দুর্গ, বিলাসপুর এবং সুরগুজায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর


রায়পুর, ২১ নভেম্বর (হি.স.) : গোটা ছত্তিশগড় জুড়ে এসেছে ঠান্ডার আমেজ। শুক্রবার আবহাওয়া দফতরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী , রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম।

ইতিমধ্যে ছত্তিশগড়ের দুর্গ, বিলাসপুর এবং সুরগুজায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে । রাজ্যের অনেক জেলায় সকাল এবং রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। তবে রায়পুর এবং বস্তারের বেশ কিছু জেলায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। উত্তরের হাওয়ার প্রভাব কমেছে তাই কমেছে ঠান্ডার প্রকোপও । আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে , আগামী পাঁচ দিনের মধ্যে বাড়বে তাপমাত্রা, তার পরিমাণ ২-৩ ডিগ্রি সেলসিয়াস ।

বিগত ২৪ ঘন্টায় শুষ্ক ছিল রাজ্যের আবহাওয়া। দুর্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং অম্বিকাপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। রায়পুরে থাকবে পরিষ্কার আবহাওয়া । সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande