মিজোরামে উদ্ধার প্ৰায় ৪১.৬৫ কোটি টাকার মাদক, গ্রেফতার হাইলাকান্দির দুই সহ তিন
আইজল, ২১ নভেম্বর (হি.স.) : গত ২৪ ঘণ্টার পৃথক দুই অভিযানে প্ৰায় ৪১.৬৫ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। মাদক পাচারে জড়িত অভিযোগে অসমের হাইলাকান্দি জেলার দুই বাসিন্দা সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে,
মিজোরামে মাদক সহ গ্রেফতার পাচারকারী


আইজল, ২১ নভেম্বর (হি.স.) : গত ২৪ ঘণ্টার পৃথক দুই অভিযানে প্ৰায় ৪১.৬৫ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। মাদক পাচারে জড়িত অভিযোগে অসমের হাইলাকান্দি জেলার দুই বাসিন্দা সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রাজ্যের পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সাইচুয়াল পুলিশের এক দল মণিপুর থেকে আইজল অভিমুখি অসমের গুয়াহাটিতে রেজিস্ট্রিকৃত চার চাকার এএস ০১ ইজেড ৫৭৯৭ নম্বরের একটি ওয়াগন-আর-এর গতিরোধ করে তাতে তালাশি চালান। গাড়িতে তালাশি চালিয়ে কয়েকটি গোপন চেম্বার থেকে ৮৯টি সাবানের কেস বের করেন পুলিশের অভিযানকারীরা। ওই সাবান কেসগুলি থেকে ২ কোটি ২৫ লক্ষ ২০ হাজার টাকার ১.১২ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়। হেরোইন পাচারের অভিযোগে ২৮ বছর বয়সি গাড়িটালক জামিনলা টুথাংকে গ্রেফতার করা হয়েছে।

জামিনলা টুথাঙের বিরুদ্ধে সাইচুয়াল থানায় এনডিপিএস আইনের ধারা ২১(সি), ২৫ এবং ২৯-এর অধীনে ৯২/২০২৫ নম্বরে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশের সূত্রটি জানিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে পৃথক অভিযানে স্পেশাল ব্রাঞ্চের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ল্যাবরেটরি (সিআইএল)-র এক দল জেমাউইর রাউন্ডের বেরাউলুইয়ের কাছে এএস ০১ সি ৭৫৮৬ নম্বরের ১২ চাকার টাটা লরি থেকে ৪৯.২৪৪ কিলোগ্রাম সন্দেহভাজন মেথামফেটামিন ট্যাবলেট (সাধারণত ইয়াবা নামে পরিচিত) উদ্ধার করেছে। উদ্ধারকৃত মেথামফেটামিনগুলির কালোবাজারি মূল্য কমপক্ষে ৩৯.৩৯ কোটি টাকা। এর সঙ্গে দক্ষিণ অসমের হাইলাকান্দি জেলার দুই বাসিন্দা, আতাবুর রহমান মজুমদার (৪৫) এবং আবদুর রহমান চৌধুরী (২৯) গ্রেফতার করা হয়েছে।

আইজলে স্পেশাল নারকটিক থানায় এনডিপিএস, ১৯৮৫-এর ধারা ২২(সি), ২৫ এবং ২৭-এর অধীনে ৩৭/২০২৫ নম্বরে মামলা নথিভুক্ত করে আতাবুর রহমান মজুমদার এবং আবদুর রহমান চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande