
কলকাতা, ২১ নভেম্বর (হি.স.): সিপিএম ও তৃণমূলের অন্ধকার দিক নিয়ে সরব হলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শুক্রবার এক্সবার্তায় তিনি লিখেছেন, “কতদূর নৃশংস বীভৎস হলে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মেরে তার সন্তানকে সারা জীবনের মত বিকলাঙ্গ করে দিতে পারে?
জ্যোতি বসুর প্রথম স্ত্রীর মৃত্যু সম্বন্ধে এরকম একটা ধারণা বাতাসে ভেসে বেড়ায়। যদিও তিনি মারা যান, তাঁর সন্তানও বাঁচে নি।
সিপিএম নামক একটা দল জীবনের সমস্ত অঙ্গের রাজনীতিকরণ করে গেছে, মানুষকে একটা পৈশাচিক পার্টির ক্রীতদাস বানিয়ে গেছে। আর তৃণমূল, ক্ষমতায় থাকার কায়দা তাদের কাছ থেকে অন্ধভাবে শিখেছে, তার সঙ্গে যোগ করেছে টাকাপয়সা খাবলানোর কায়দা।”
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত