
সীতাপুর, ২১ নভেম্বর (হি.স.): হুমকি দিয়ে এক ট্রাক চালককের মোবাইল সহ নগদ ৩২,০০০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল উত্তর প্রদেশের সীতাপুরে। ছিনতাইয়ের পর এখনও পর্যন্ত পলাতক দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটে শুক্রবার সীতাপুরের আটারিয়া থানার অন্তর্গত লখনউ-দিল্লি জাতীয় সড়কে। ট্রাকচালকের নাম শ্যাম সুন্দর।
পুলিশ সূত্রে জানা গেছে, ফলভর্তি ট্রাকটি নিয়ে ট্রাকচালক ও তাঁর এক সহকারি জম্মু থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। টায়ার পাংচার হওয়ায় বৃহস্পতিবার রাতে সড়কের ধারে পার্ক করা হয়েছিল ট্রাকটিকে। শুক্রবার ভোরে হঠাৎই দুই বাইক আরোহী আসে এবং ট্রাক চালক শ্যাম সুন্দর সহ তাঁর সহকারিকে ট্রাক থেকে বেরিয়ে আসার হুমকি দেয় । সঙ্গে থাকা নগদ ৩২,০০০ হাজার টাকা এবং একটি মোবাইল নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আটারিয়া থানার পুলিশ। প্রাথমিকভাবে ট্রাক চালক ও তাঁর সহকারিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে পুলিশ বিষয়টিকে ছিনতাইয়ের ঘটনা হিসেবেই দেখছে। ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক