
আগরতলা, ২১ নভেম্বর (হি.স.) : বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাঁকে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করেন। তাঁর শারীরিক অবস্থার উপর মেডিক্যাল টিমের বিশেষ নজর রাখা হয়েছে।
খবর পেয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব হাসপাতালে যান এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে রাজীব ভট্টাচার্যর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এদিকে দলের কর্মী-সমর্থকরাও তাঁর দ্রুত আরোগ্য কামনায় উদ্বিগ্ন। চিকিৎসকরা জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও সম্পূর্ণ সুস্থ হতে কিছু সময় লাগবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ