প্রায় ৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার ৪
নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি. স.) : দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সাইবার সেল ইউনিট দেশব্যাপী ৫.৯২ কোটি টাকার বড় অনলাইন বিনিয়োগ প্রতারণার ঘটনা ফাঁস করেছে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে। রবিবার এক পুলিশ আধিকারিক জানান, “হাই-রিটার্ন ট্রেডিং অ্যাকা
ऑनलाइन धोखाधड़ी


নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি. স.) : দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সাইবার সেল ইউনিট দেশব্যাপী ৫.৯২ কোটি টাকার বড় অনলাইন বিনিয়োগ প্রতারণার ঘটনা ফাঁস করেছে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে।

রবিবার এক পুলিশ আধিকারিক জানান, “হাই-রিটার্ন ট্রেডিং অ্যাকাউন্ট”-এ বিনিয়োগের নামে ৫.৯২ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়।

গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম আনাস আনসারি (২২), মহম্মদ কাইফ (২২), আকিব (৪০) এবং মহম্মদ দানিশ (২২)। সবাই উত্তরাখণ্ড এর বাসিন্দা। ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande