বাসদুর্ঘটনায় দুই ভাই সহ ৪ কিশোরের মৃত্যু
সাগর, ২৩ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের সাগর জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। দুই ভাই সহ ৪ কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাহলি থানার অনন্তপুরা গ্রামের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা চার কিশোরকে একটি যাত্রিবা
দুর্ঘটনা


সাগর, ২৩ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের সাগর জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। দুই ভাই সহ ৪ কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাহলি থানার অনন্তপুরা গ্রামের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা চার কিশোরকে একটি যাত্রিবাহী বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এক পুলিশ আধিকারিক জানান, সিমারিয়া থেকে দামোহগামী একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার কিশোরকে ধাক্কা দেয়। মৃতদের নাম শিভম পাল (১৮), সত্যান পাল (১৭), প্রশান্ত (১৪) এবং উমেশ পাল (১৬)। শিভম ও সত্যান দুই ভাই।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande