কাটোয়ায় অসুস্থ এক বিএলও, চিকিৎসাধীন হাসপাতালে
পূর্ব বর্ধমান, ২৩ নভেম্বর (হি.স.): পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় অসুস্থ হয়ে পড়লেন এক বুথ লেভেল অফিসার (বিএলও)। অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআইআর-এর কাজ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়ার ১৪৭ নম্বর বুথের বিএ
কাটোয়ায় অসুস্থ এক বিএলও, চিকিৎসাধীন হাসপাতালে


পূর্ব বর্ধমান, ২৩ নভেম্বর (হি.স.): পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় অসুস্থ হয়ে পড়লেন এক বুথ লেভেল অফিসার (বিএলও)। অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআইআর-এর কাজ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়ার ১৪৭ নম্বর বুথের বিএলও শুকদেব দাস। তাঁকে তড়িঘড়ি কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে স্যালাইন দেওয়া হয়েছে। শুরু হয়েছে চিকিৎসা।

জানা গিয়েছে, কাটোয়া শহরের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুকদেব দাস নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে রয়েছেন। তিনি ১৪৭ নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন। তাঁর স্ত্রী উষা চট্টোপাধ্যায়ও কাটোয়া কৈথন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। রবিবার সকালে শুকদেববাবু আচমকাই অসুস্থ বোধ করেন। তারপরেই তাঁর স্ত্রী তড়িঘড়ি তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। অসুস্থতার প্রকৃত কারণ জানা যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande