
গুয়াহাটি, ২৩ নভেম্বর (হি.স.) : রাজ্যের একাধিক জেলায় সিনিয়র পুলিশ অফিসারদের রদবদল করে বিজ্ঞপ্তি জারি করেছে অসম সরকার। তাঁদের মধ্যে বেশ কয়েকজন ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) এবং আসাম পুলিশ সার্ভিস (এপিএস) আধিকারিক রয়েছেন।
আজ ২৩ নভেম্বর রাজ্যের গৃহ (এ) বিভাগের ইসিএফ-২৫৫৭৭২/১৪৮ নম্বরের জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী, চিরাঙের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ২০১৭ ব্যাচের আইপিএস অক্ষত গার্গকে কোকরাঝাড়ে একই পদে বদলি করা হয়েছে। তিনি নোমাল মাহাত্তের স্থলাভিষিক্ত হয়েছেন।
এদিকে কোকরাঝাড়ের এসএসপি ২০০৪ ব্যাচের আসাম পুলিশ সার্ভিস (এপিএস)-এর নোমাল মাহাত্তাকে গুয়াহাটির পুলিশ কমিশনারেটে বদলি করা হয়েছে। মাহাত্তাকে গুয়াহাটির পুলিশ কমিশনারেটে ডেপুটি কমিশনার অব পুলিশ (পশ্চিম) পদে দায়িত্ব দিয়েছে সরকার। তিনি অমিতাভ বসুমতারির কাছ থেকে দায়িত্ব নেবেন।
বসুমতারিকে গুয়াহাটির স্পেশাল ব্ৰাঞ্চ (সিকিউরিটি)-এর প্রধান হিসেবে সিনিয়র পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। অমিতাভ বসুমতারি মন্টু ঠাকুরিয়ার স্থলাভিষিক্ত হতে চলেছেন।
২০০২ ব্যাচের এপিএস মন্টু ঠাকুরিয়াকে পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অব পুলিশ (সিকিউরিটি) পদে বদলি করা হয়েছে। প্রসঙ্গত, গুয়াহাটি পুলিশ কমিশনারেটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।
বর্তমান ডেপুটি কমিশনার অব পুলিশ (সিকিউরিটি) ধ্রুব বরাকে চিরাং-এর সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট হিসাবে নিয়োগ করা হয়েছে। ধ্ৰব বরাকে চিরাং-এর সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট অক্ষত গার্গের স্থলাভিষিক্ত করেছে সরকার।
বদলিকৃত পুলিশ অফিসাররা তাঁদের নতুন পোস্টিঙে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জনিয়েছে রাজ্যের গৃহ দফতর৷ ‘জনসেবার স্বার্থে’ নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে এই রদবদল বলে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১৮ অক্টোবর রাজ্যের গৃহ বিভাগ ‘জনসেবার স্বার্থে’ জেলাস্তরে আইপিএস এবং এপিএস অফিসারদের রদবদল করেছিল। এর মধ্যে ছিল শ্রীভূমি, কাছাড়, ধুবড়ি, কোকরাঝাড়, কার্বি আংলং, কামরূপ, শিবসাগর, যোরহাট, তিনসুকিয়া, ডিব্রুগড়, হাইলাকান্দি, তামুলপুর, ডিমা হাসাও, মাজুলি প্রভৃতি জেলা। এছাড়া ৪ নম্বর এবং ২১ নম্বর আসাম পুলিশ ব্যাটালিয়নেও শীর্ষ স্তরে রদবদল করা হয়েছিল ১৮ অক্টোবর।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস