
চামোলি, ২৩ নভেম্বর (হি. স.) : ভক্তদের জন্য পবিত্র ভূ-বৈকুন্ঠ বদ্রীনাথ মন্দির শীতকালীন মরশুমের জন্য বন্ধ হওয়ার প্রস্তুতি শুরু করেছে। মন্দিরের দরজা ২৫ নভেম্বর শীতকালীন মরশুমের জন্য বন্ধ করা হবে। দরজা বন্ধের আচার অনুষ্ঠান শুরু হয়েছিল ২১ নভেম্বর। সোমবার ২৪ নভেম্বর, মা লক্ষ্মীকে ভোগ অর্পণ করা হবে এবং তাঁকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশের আমন্ত্রণ জানানো হবে। ২৫ নভেম্বর মা লক্ষ্মী ও লক্ষ্মী-নরায়ণকে শীতবস্ত্র দিয়ে ঢেকে, দুপুর ২:৫৬ মিনিটে মন্দিরের দরজা বন্ধ করা হবে।
মন্দির ফুল ও সাজসজ্জায় সুন্দরভাবে সাজানো হয়েছে। স্থানীয় পুরোহিত এবং জনসাধারণ এই প্রস্তুতিতে অংশ নিচ্ছেন। দরজা বন্ধ হওয়ার পর, ২৬ নভেম্বর সকালে শ্রী কুবের ও উদ্ধবজি পাণ্ডুকেশ্বর ও শঙ্করাচার্যের গদী নিয়ে নৃসিংহ মন্দির, জ্যোতির্মঠ যাওয়ার জন্য যাত্রা করবেন। রবিবার বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, দরজা বন্ধের সব প্রস্তুতি সম্পন্ন এবং ভক্তদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য