
নদিয়া, ২৩ নভেম্বর (হি.স.): নদিয়া জেলার চাপড়া থানার অন্তর্গত পুকুরিয়া গ্রামে প্লাস্টিকের জারে উদ্ধার তাজা বোমা। তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা জানতে তদন্ত করছে পুলিশ। রবিবার পুকুরিয়া গ্রামে বোমা মজুত রাখার খবর পেয়েছিল পুলিশ।
আর সেই সূত্র ধরেই গ্রামে অভিযান চালান চাপড়া থানার পুলিশ কর্মীরা। খুঁজে দেখা হয় গোটা গ্রামে। ওই গ্রামের বাসিন্দা সোনা শেখ নামে এক ব্যক্তির বাড়ির পিছনে একটি প্লাস্টিকের জারে বোমাগুলি উদ্ধার হয়। তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে এল বোমা গুলি, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা