
কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ৩ বছর পূর্ণ করেছেন ডঃ সি ভি আনন্দ। এই উপলক্ষ্যে রবিবার সকালে রাজভবনে আয়োজিত হল যোগচর্চা। রাজ্যপাল সি ভি আনন্দ বোস নিজেও যোগ অনুশীলন করেন।
রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, রাজ্যপাল হিসেবে আমার চতুর্থ বছরে পদার্পণের সঙ্গে সঙ্গে এটা আমাকে অনেক তৃপ্তি এবং আত্মতৃপ্তি দেয় যে, আমি এই ধন্য ভূমিতে এসেছি যেখানে আমি মানুষকে ভালোবাসি এবং মানুষের ভালোবাসা পাই। এটি আমার জন্য জনগণের সঙ্গে সংযোগ স্থাপনের প্রতি আমার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার একটি মুহূর্ত। আমি বাংলার জনগণের, বিশেষ করে শিশু, নতুন প্রজন্ম, বৃদ্ধ, সমাজের সকল শ্রেণীর সেবায় নিজেকে উৎসর্গ করব। আগামী দুই বছরে আমি অবশ্যই গ্রামের মানুষের সঙ্গে আরও বেশি সময় কাটাবো। রাজ্যে আমার অভিজ্ঞতা অত্যন্ত ভালো।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা