সারণে পুকুরে তলিয়ে মৃত তিন শিশু, মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ
সারণ, ২৩ নভেম্বর (হি. স.) : বিহারের সারণ জেলায় তিন শিশুর প্রাণহানিতে মুখ্যমন্ত্রীর নীতীশ কুমার শোকপ্রকাশ করেন। রবিবার তিনি নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, একমা থানার অন্তর্গত ধনৌতি গ্রামে শনিবার তি
সারণে পুকুরে তলিয়ে মৃত তিন শিশু, মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ


সারণ, ২৩ নভেম্বর (হি. স.) : বিহারের সারণ জেলায় তিন শিশুর প্রাণহানিতে মুখ্যমন্ত্রীর নীতীশ কুমার শোকপ্রকাশ করেন। রবিবার তিনি নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, একমা থানার অন্তর্গত ধনৌতি গ্রামে শনিবার তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা খেলতে গিয়ে পুকুরে তলিয়ে প্রাণ হারায়।

মৃতদের নাম উজ্জ্বল কুমার (৪), তানিয়া কুমারি(৩), সোনি কুমারি (৬), তারা একটি বিবাহ অনুষ্ঠানে এসেছিল। এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande