
বারাসত, ২৩ নভেম্বর (হি.স.): টানা ২৪ ঘণ্টা পর পুকুর থেকে উদ্ধার হল অপহৃত শিশুর দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার আমডাঙায়। আমডাঙার প্রভাকরকাটি গ্রামের ঘটনা। শনিবার ওই গ্রামের এক শিশুকে অপহরণ করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ যায়। ওই শিশুটি তার দাদার সঙ্গে এক প্রতিবেশীর বাড়িতে গবাদি পশু দেখতে গিয়েছিল।
অভিযোগ, তারপর থেকেই শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ২৪ ঘণ্টা ধরে এলাকার বিভিন্ন পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়।রবিবার সকালে বাড়ির পাশেই এক পুকুরে শিশুটির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শিশুটির মায়ের অভিযোগ, তাঁর সন্তানকে অপহরণ করার পর খুন করা হয়েছে। পুলিশ মামলা রুজু করে তদন্তে নেমেছে। পুলিশ কথা বলছে স্থানীয়দের সঙ্গে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা