
মালদা, ২৩ নভেম্বর (হি.স.): মালদা জেলার মানিকচকে গ্রামেরই ডোবা থেকে উদ্ধার হল এক স্থানীয় বাসিন্দার দেহ। রবিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মালদা জেলার মানিকচকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের নিমনগর গ্রামের ঘটনা। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কৃষ্ণ মণ্ডল (৪০)। পেশায় চা বিক্রেতা কৃষ্ণ এলাকারই বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, রবিবার সকালে নিমনগর গ্রামের বাসিন্দা কৃষ্ণ মণ্ডলের দেহ দেখতে পাওয়া যায় ডোবায়। পুলিশকে খবর দেওয়া হলে তদন্তকারীরা এসে দেহটি উদ্ধার করে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু নাকি পরিকল্পিত খুন, তার তদন্ত করছে পুলিশ। কৃষ্ণ মণ্ডলের কীভাবে মৃত্যু হল, তা নিয়ে নিশ্চিত নয় এলাকাবাসীরা। শোকস্তব্ধ মৃতের পরিবারের সদস্যরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা