
সিরাইকেলা, ২৩ নভেম্বর (হি. স.): ঝাড়খণ্ডের সিরাইকেলা-খরসাওয়া জেলার কাণ্ড্রা থানার অন্তর্গত এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের দুই জন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। পুলিশ সূত্রে জানা গেছে, পালোবেরা এলাকায় সড়ক নির্মাণের কাজে থাকা একটি হাইবা ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ৩৭ বছর বয়সী বীরবল মুরমু এবং তাদের দেড় বছরের কন্যা অনুশ্রী ঘটনাস্থলেই মারা যান। বীরবলের স্ত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তারা দাবি করেছেন, এই পরিবারকে যথাযথ সাহায্য দেওয়া হোক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য