
কল্যাণী, ২৩ নভেম্বর (হি.স.): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শিবির চলাকালীন আগুন লাগল ক্যাম্পে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কল্যাণী পুরসভার মাঝেরচক ৬ নম্বর ওয়ার্ডে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে সাধারণ মানুষের সুবিধার জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছিল।
তৃণমূলের দাবি, বিজেপি ইচ্ছাকৃত আগুন লাগিয়ে দিয়েছে ক্যাম্পে। অন্য দিকে, বিজেপি-র দাবি তৃণমূল নিজের গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দিতে তাঁদের উপরে দোষ চাপাচ্ছে। এসআইআর ফর্ম পূরণ করতে গিয়ে সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ছেন, তাই এগিয়ে এসেছে রাজনৈতিক দলগুলি। যদিও, কাজটি বিএলও-দের। এমনই একটি শিবির বসেছিল কল্যাণী পুরসভার মাঝেরচক ৬ নম্বর ওয়ার্ডে। সেখানে এসআইআর শিবিরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা