
কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): মৃত্যু নিয়েও পশ্চিমবঙ্গের চলছে এসআইআর রাজনীতি। পশ্চিমবঙ্গে এসআইআর-এর কাজ শুরু হওয়ার পর থেকেই বিএলও-দের আত্মহত্যার খবর প্রকাশ্যে আসছে। তা নিয়ে সরব হয়েছেন স্বয়ং তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মমতাকে এসআইআর নিয়ে রাজনীতি করার অভিযোগ এনেছে বিজেপি। এমতাবস্থায় বিএলও-দের 'আত্মহত্যা' সংক্রান্ত প্রশ্নে সাবধানী প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস।
রবিবার সকালে রাজভবনে সাংবাদিকরা বিএলও-দের আত্মহত্যা সংক্রান্ত প্রশ্ন করেন রাজ্যপালকে। উত্তরে সি ভি আনন্দ বোস বলেন, এই ধরনের পরিস্থিতিতে, প্রতিক্রিয়া এড়ানোই ভালো। মুখ্যমন্ত্রী যা উল্লেখ করেছেন তা বিস্তারিতভাবে দেখা উচিত। আমি নিশ্চিত, আমাদের একটি নির্বাচন কমিশন আছে, যা যথেষ্ট শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখে। এই সমস্ত বিষয় সঠিকভাবে পরীক্ষা করা যেতে পারে এবং উপযুক্ত সমাধান খুঁজে পাওয়া যেতে পারে। তবে যা প্রয়োজন তা হল এই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সাবধানতার সঙ্গে অনুসরণ করা উচিত। আমি কেবল সকলকে আতঙ্কিত হওয়া এড়ানোর পরামর্শ দিচ্ছি। আমি নিশ্চিত, আমাদের সংবিধানে পরিস্থিতি সমাধানের জন্য পর্যাপ্ত নিয়ন্ত্রণ এবং ভারসাম্য রয়েছে। রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে সংলাপ হওয়া উচিত। রাজ্যপাল হিসেবে, এই দুইয়ের মধ্যে সেতুবন্ধন করার জন্য যা কিছু প্রয়োজন, আমি অবশ্যই তার জন্য উদ্যোগ নেব।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা