সত্য সাই বাবার আবির্ভাব শতবর্ষে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের
কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): সত্য সাই বাবার আবির্ভাব শতবর্ষে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের তরফে জানানো হয়েছে এই বিষয়ে। রবিবার সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, মাননীয় রাজ্যপাল ভগবান শ্রী সত্য
সত্য সাই বাবার আবির্ভাব শতবর্ষে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের


কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): সত্য সাই বাবার আবির্ভাব শতবর্ষে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের তরফে জানানো হয়েছে এই বিষয়ে।

রবিবার সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, মাননীয় রাজ্যপাল ভগবান শ্রী সত্য সাই বাবার আবির্ভাব শতবর্ষে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন।

অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সরকার ভগবান বাবার ১০০তম জন্মবার্ষিকীকে সরকারিভাবে উদযাপন করছে—এটি সত্যিই যথার্থ সম্মান। প্রশান্তি নিলয়ম, পুট্টাপার্থী ১৩ থেকে ২৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত শতবর্ষ উদযাপনের আয়োজন করেছে, ভগবান বাবার চিরন্তন প্রেম, সেবা এবং বিশ্বভ্রাতৃত্বের বার্তাকে স্মরণ করে।

ভগবান বাবার দিব্য জীবন ও শাশ্বত বাণী আমাদের দৈনন্দিন জীবনে পথপ্রদর্শক—নিঃস্বার্থ সেবা, সহমর্মিতা ও আধ্যাত্মিক উৎকর্ষের অনুপ্রেরণা দেয়।

এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ভারত সরকার ভগবান শ্রী সত্য সাই বাবার সম্মানে বিশেষ স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করছে।

শ্রী সত্য সাই বাবার আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande