
শ্রীরামপুর, ২৩ নভেম্বর (হি.স.): নির্বাচন কমিশনকে পরামর্শ দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চল পরিদর্শন করে বিএলও-দের অবস্থা দেখুন। অতিরিক্ত চাপের কারণে বিএলও-রা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন বলে দাবি কল্যাণের। প্রকৃত মূল্যায়নের দাবি জানিয়েছেন তিনি।
রবিবার শ্রীরামপুরে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমি মুখ্য নির্বাচন কমিশনারকে অনুরোধ করছি, তিনি পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চল পরিদর্শন করে বিএলও-দের অবস্থা দেখুন। শুধুমাত্র নির্বাচন কমিশন অফিসের ভেতরে বসে থাকা আপনাদের অফিসারদের রিপোর্টের উপর নির্ভর করবেন না। আসল মূল্যায়নের অর্থ এটাই। মুখ্য নির্বাচন কমিশনার একজন স্বায়ত্তশাসিত সংস্থার আধিকারিক, কিন্তু তাঁর তত্ত্বাবধানে, অনেক বিএলও আত্মহত্যা করেছেন, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং তাঁদের উপর চাপিয়ে দেওয়া চরম চাপের কারণে অনেকেই মারা গেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা