
বর্ধমান, ২৩ নভেম্বর (হি.স.): বিজেপি সর্বদা দেশের উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। জোর দিয়ে বললেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। রবিবার বর্ধমানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা যেখানেই পারি সংস্কৃত ভাষা গ্রহণ করি। সংস্কৃত হল প্রথম ভাষা এবং আরও অনেক ভাষা এর থেকে উদ্ভূত। সংস্কৃত সব ভাষায়ই মিশে আছে, তাহলে সমস্যাটা কী?
তামিলনাড়ুর উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্টালিনের বক্তব্য প্রসঙ্গে খগেন বলেন, আপনার ভাষায় এর ফলে কী পার্থক্য হচ্ছে? বিজেপি কাউকে চাপ দিচ্ছে না বা কারও উপর কিছু চাপিয়ে দিচ্ছে না। কিন্তু বিজেপি যা করে তা হল দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য এবং দেশের কল্যাণের জন্য কাজ করা। বিজেপি সর্বদা দেশের জন্য, দেশের বৃদ্ধির জন্য এবং জনগণের সেবার জন্য কাজ করে। আমরা এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা