সল্ট লেকে পার্কের পাশে উদ্ধার একাধিক রাজ্যের আধার কার্ড
কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): সল্ট লেকে বি এ এবং সি এ ব্লকে পার্কের পাশে একাধিক রাজ্যের আধার কার্ড পড়েছিল। রবিবার সকালে প্রাতঃভ্রমণকারীদের নজরে পড়ে বিষয়টি। তাঁদের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিধাননগর উত্তর থানার পুলিশ। সূত্রের খবর, উত্তর প্রদেশ, মধ্
সল্ট লেকে পার্কের পাশে উদ্ধার একাধিক রাজ্যের আধার কার্ড


কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): সল্ট লেকে বি এ এবং সি এ ব্লকে পার্কের পাশে একাধিক রাজ্যের আধার কার্ড পড়েছিল। রবিবার সকালে প্রাতঃভ্রমণকারীদের নজরে পড়ে বিষয়টি। তাঁদের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিধাননগর উত্তর থানার পুলিশ। সূত্রের খবর, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানের একাধিক ব্যক্তির আধার কার্ড মিলেছে। সেগুলি কী ভাবে পার্কের পাশে এল, তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।

সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। প্রাতঃভ্রমণকারীদের একাংশের কথায়, পার্কের পাশে একাধিক আধার কার্ড দেখে তাঁরা অবাক। সেগুলি আসল, না কি নকল তা আদৌ বোঝার উপায় নেই। রাজ্যে এস আই আর আবহে এমন হঠাৎ করে পার্কের পাশে ভিন রাজ্যের আধার কার্ড উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande