
ঝুনঝুনু , ২৩ নভেম্বর (হি.স.) : রাজস্থানের ঝুনঝুনু জেলায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক , আহত দুই। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। খুঁটি ভেঙে পড়ে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সময়ে পথচারী দুই শ্রমিক সেই খুঁটির নিচে চাপা পড়েন।
ঘটনাস্থলেই প্রাণ যায় প্রতাপগড়ের শ্রমিক বিকাশ। গুরুতর আহত হন আরেক শ্রমিক সোহন। আহত হয়েছেন আরও একজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য