
তাজপুর, ২৩ নভেম্বর (হি.স.): পর্যটন কেন্দ্র তাজপুরে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন পূর্ব বর্ধমানের এক যুবক। শনিবার দুপুর থেকে নিখোঁজ রয়েছেন সুরত বসু। তাঁর খোঁজে রবিবারও চলছে তল্লাশি।
প্রশাসন সূত্রে খবর, চার জন বন্ধু এবং এক বান্ধবী মিলে তাজপুর ও মন্দারমণি মোহনার কাছে বেড়াতে গিয়েছিলেন। সেখানে সুরত নামে ওই যুবক একা নেমে পড়েন। মূহুর্তের মধ্যে তাঁকে তলিয়ে যেতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে যায় মন্দারমণি উপকূল থানার পুলিশ। দিনভর তল্লাশি চালিয়েও সন্ধান মেলেনি ওই যুবকের। রবিবার সকালে দিঘা থেকে স্পিড বোটে চেপে একদল নুলিয়া ওই পর্যটকের সন্ধান শুরু করেছে। তবে এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ