গয়েশপুরে মদ্যপ যুবকের হামলায় গুরুতর জখম মহিলা, অভিযুক্ত আটক
গয়েশপুর, ২৩ নভেম্বর ( হি. স.): রবিবার সকালে নদিয়া জেলার গয়েশপুরে এক মদ্যপ যুবকের হামলায় গুরুতর জখম হলেন ৪৫ বছর বয়সি বাসন্তী রায় নামে এক মহিলা। ঘটনাটি ঘটে গয়েশপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও দুধ
অভিযুক্ত গ্রেফতার


গয়েশপুর, ২৩ নভেম্বর ( হি. স.): রবিবার সকালে নদিয়া জেলার গয়েশপুরে এক মদ্যপ যুবকের হামলায় গুরুতর জখম হলেন ৪৫ বছর বয়সি বাসন্তী রায় নামে এক মহিলা। ঘটনাটি ঘটে গয়েশপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও দুধ বিতরণের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন বাসন্তী রায়। সেই সময় বাড়ির সামনের রাস্তায় হঠাৎই হাজির হয় মদ্যপ অবস্থায় থাকা অবিনাশ মহাপাত্র (৩২)। হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে আচমকাই তিনি বাসন্তীদেবীর উপর আক্রমণ চালান। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আহত মহিলা।চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সেখানে পৌঁছান আক্রান্ত মহিলার ছেলে অতুনু রায়। তিনিই দ্রুত মাকে উদ্ধার করে কল্যাণী জে.এন.এম হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে গয়েশপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত অবিনাশ মহাপাত্রকে আটক করে থানায় নিয়ে যায়। কেন এই হামলা, এর পেছনে কোনও পরিকল্পিত উদ্দেশ্য ছিল কি না— তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে মানসিক অস্থিরতা ও মাদকাসক্তিকেই কারণ হিসেবে সন্দেহ করা হলেও অন্যান্য সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত উদ্দেশ্য উদঘাটনে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande