বিএলও-কে হুমকি, ধৃত তৃণমূল নেতা
সন্দেশখালি, ২৩ নভেম্বর (হি.স.): বিএলও-কে হুমকি দেওয়ার অভিযোগে শেখ শাহজাহান অনুগামী এক তৃণমূল নেতাকে গ্রেফতার করলো ন্যাজাট থানার পুলিশ। অভিযোগ, সন্দেশখালি ১ ব্লকের বয়ারমারী-১ অঞ্চলের তিন নম্বর বুথের বিএলও দীপক মাহাতোকে খুনের হুমকি ও বাড়িঘর ভেঙে দেওয়
বিএলও-কে হুমকি, ধৃত তৃণমূল নেতা


সন্দেশখালি, ২৩ নভেম্বর (হি.স.): বিএলও-কে হুমকি দেওয়ার অভিযোগে শেখ শাহজাহান অনুগামী এক তৃণমূল নেতাকে গ্রেফতার করলো ন্যাজাট থানার পুলিশ। অভিযোগ, সন্দেশখালি ১ ব্লকের বয়ারমারী-১ অঞ্চলের তিন নম্বর বুথের বিএলও দীপক মাহাতোকে খুনের হুমকি ও বাড়িঘর ভেঙে দেওয়ার হুমকি দেন ওই এলাকার তৃণমূল নেতা জামিরুল ইসলাম মোল্লা। নির্বাচন কমিশনের নির্দেশ মতো বিএলও থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর ওই তৃণমূল নেতাকে শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, এর আগে একাধিক জায়গা থেকে অভিযোগ উঠেছে বিএলওদের হুমকি দেওয়ার। এমনকি কোচবিহার জেলায় প্রকাশ্যে বিএলও-কে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই নিয়ে সরব হয়েছিল বিজেপি। এছাড়াও রাজ্যের শাসক দল বাদেও একাধিক রাজনৈতিক দলের তরফেও বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande