রাজভবনে নানা অনুষ্ঠানের আয়োজন, ছবি আঁকায় অংশ নিলেন রাজ্যপাল
কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের চতুর্থ বর্ষের কার্যকাল রবিবার থেকে শুরু হয়েছে। গত তিন বছরের বিভিন্ন স্মৃতি ও মুহূর্ত এদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রাজভবনে উদযাপন করা হয়। সকালে যোগচর্চার আয়োজন হয়। দুপুরে দ্বিতীয় পর্যায়ে
রাজ্যপাল পদে ৩ বছর সম্পন্ন বোসের, রাজভবনে যোগচর্চার আয়োজন


কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের চতুর্থ বর্ষের কার্যকাল রবিবার থেকে শুরু হয়েছে। গত তিন বছরের বিভিন্ন স্মৃতি ও মুহূর্ত এদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রাজভবনে উদযাপন করা হয়। সকালে যোগচর্চার আয়োজন হয়। দুপুরে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান শুরু হয় স্কুল পড়ুয়া প্রান্তিক শিশু এবং ভারতীয় জাদুঘরের আধিকারিকদের সঙ্গে কেক কাটার মধ্য দিয়ে। ভারতীয় জাদুঘরের বিশেষ প্রদর্শনীর সূচনা করেন রাজ্যপাল।

এরপর তাঁর স্বপ্নের ক্যানভাস চিত্রশিল্পী প্রতিযোগিতার সূচনা করেন তিনি। তিনি নিজেও ছবি আঁকায় অংশ নেন। বেটি বাঁচাও বেটি পড়াও পুরস্কার প্রাপকদের হাতে রাজ্যপাল পুরস্কার তুলে দেন। বন্দে মাতরম-এর সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে বন্দে মাতরম পুরস্কার প্রদান করা হয় প্রথম শ্রেণীর ছাত্র চিরাগ হালদারকে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande