
বর্ধমান, ২৩ নভেম্বর (হি.স.): পাড়া প্রতিবেশীদের সঙ্গে জমি বিবাদকে কেন্দ্র করে চললো গুলি। অভিযোগ এমনই। শনিবার রাতে এই ঘটনাটি ঘটে বর্ধমান শহরে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে গুলি চালানোর ঘটনায় হতাহতের খবর নেই। ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় এলাকায়। তবে কেউ আটক বা গ্রেফতার হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুবীর মণ্ডল। দীর্ঘদিন ধরেই পাড়া প্রতিবেশীদের সঙ্গে তাঁর বাড়ির পাশের একটি জমি নিয়ে বিবাদ রয়েছে। শনিবার রাতে তা চরমে ওঠে। বচসার সময় তাঁর বন্দুক থেকে তিনি শূন্যে গুলি চালান বলে অভিযোগ।
এও অভিযোগ, এদিন স্থানীয়রা সুবীর মন্ডলের বাড়ি দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন। পুলিশকে তাঁরা খবর দিয়েছিলেন। কিন্তু পুলিশ আসার আগেই উত্তেজিত জনতা বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে আসেন। আত্মরক্ষার তাগিদে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে শূন্যে গুলি চালানো হয় বলে অভিযোগ। অন্যদিকে স্থানীয়রা দাবি করেছেন, তাঁরা মিটিং করছিলেন। সেই সময় সুবীরবাবুর বাড়ি থেকে গুলি চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ