আসাম রাইফেলস-এর কাছে দেহরক্ষী সহ আত্মসমর্পণ আলফা-স্বাধীন-এর শীর্ষ নেতা অরুণোদয় দহতিয়া
গুয়াহাটি, ২৩ নভেম্বর (হি.স.) : আসাম রাইফেলস-এর কাছে আত্মসমর্পণ করেছে নিষিদ্ধ ‘ইউনাইটেড লিবারেশেন ফ্রন্ট অব অসম-স্বাধীন’ (আলফা-স্বা)-এর অন্যতম শীর্ষ নেতা স্বঘোষিত ''মেজর জেনারেল'' অরুণোদয় দহতিয়া। সঙ্গে আত্মসমর্পণ করেছে দহতিয়ার দেহরক্ষী ফ্রান্সিস
আসাম রাইফেলস-এর কাছে দেহরক্ষী সহ আত্মসমর্পণ আলফা-স্বাধীন-এর শীর্ষ নেতা অরুণোদয় দহতিয়া


গুয়াহাটি, ২৩ নভেম্বর (হি.স.) : আসাম রাইফেলস-এর কাছে আত্মসমর্পণ করেছে নিষিদ্ধ ‘ইউনাইটেড লিবারেশেন ফ্রন্ট অব অসম-স্বাধীন’ (আলফা-স্বা)-এর অন্যতম শীর্ষ নেতা স্বঘোষিত 'মেজর জেনারেল' অরুণোদয় দহতিয়া। সঙ্গে আত্মসমর্পণ করেছে দহতিয়ার দেহরক্ষী ফ্রান্সিস অসম।

অরুণাচল প্রদেশের ভারত-মায়ানমার সীমান্তে দেহরক্ষী সহ আত্মসমর্পণ করেছে অরুণোদয় দহতিয়া। জানা গেছে, পাংসুপাসে আধাসেনার ছাউনিতে নিয়ে আসা হয়েছে তাদের।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande